লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ গ্রামের জুনু মিয়া উরুপে জীবন (৩৫) নামের মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত ইমাম হুসেনের পুত্র। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় বামৈ এলাকা থেকে লাখাই থানার এস আই আবুল কালাম আজাদ সহ পুলিশ থাকে গ্রেপ্তার করে। থানার ওসি এমরান হুসেন ঘটনা নিশ্চিত করে বলেন, জুনু মিয়া উরুপে জীবনের বিরুদ্ধে মাদক আইনের একাধিক মামলা বিচারাদীন আছে। সে দীর্ঘ দিন ধরে এলাকা থেকে পলাতক ছিল।