চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ তাঁতী লীগ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে চুনারুঘাট মধ্যবাজারে এক বিশাল শোক সভা অনুষ্টিত হয়।
(২৫ আগষ্ট) শনিবার সন্ধ্যায় উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান বাবুলের পরিচালনায় ও উপজেলা তাঁতী লীগের আহবায়ক খন্দকার কবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীপুত্র মোঃ নিজামুল হক রানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউট ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মারুফ ছিদ্দীকি, উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ওয়াহিদ আলী মাষ্ঠার, উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের সিঃ সহ সভাপতি এড. শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রুমন ফরাজী, হবিগঞ্জ জেলা তাঁতী লীগনেতা আহমদ আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ইফতেখার আলম রিপন, সাইদুর আলমগীর, মোঃ বিলাল মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফুল মিয়া খন্দকার সহ উপজেলা ও ইউনিয়ন তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।