চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামের মৃত ইকরাম উল্লার পুত্র হিরু মিয়া (৪০) কে গ্রেফতার।
সোমবার দুপুর ২টার দিকে গেরারুক গ্রামে হিরু মিয়ার গোয়াল ঘর থেকে হিরুকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট থানার এস আই হারুন আল রশীদ ও এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, কুখ্যাত গরু চোরের সর্দার হিরু তার বিরুদ্দে জিআর ৫২২, ২০০২ সনের ৫ বৎসরের সাজাপ্রাপ্ত মামলার পলাতক ওয়ারেন্টের আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এতদিন সে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছি।
উল্লেখ্য যে, পুলিশ জানায়, চানপুর বাগানের গরুচুরি এজাহারভূক্ত নিয়মিত মামলার আসামী ও পূর্বে গরুচুরি করতে গিয়ে তার সহযোগী কুতুব আলী নামে এক ব্যক্তি মারা যান। তার বিরুদ্ধে এলাকার বিভিন্ন চুরি, ডাকাতি, নারীশিশু মামলাসহ আদালতে বিচারাধীন রয়েছে। গরুচোর সর্দারকে গ্রেফতার করাতে গেরারুক গ্রামের বাসিন্দাদের মাঝে শান্তি ফিরে এসেছে।