নিজস্ব প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা পূর্ব পাড়া থেকে দিলা আক্তার (২২) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আশিক মিয়ার স্ত্রী। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মার্কুলী নোয়াগাও গ্রামের দিলা আক্তারকে আশিক মিয়া সম্প্রতি বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। গত রবিবার দিলা আক্তার পিত্রালয়ে নাইওর যেতে চাইলে আশিক কিছুদিন পরে যাবার জন্য বলে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিণ্য দেখা দেয়। গতকাল সকালে ঘরের তীরের সাথে দিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আজমিরীগঞ্জ থানার এসআই সাইফুল লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।