চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় অসহায়দের মাঝে দশ টাকা দামে চাউল বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর বাজারে এ খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্ভোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ মাষ্টার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, চুনারুঘাট ওসি এল.ই.ডি বেনু গোপাল দাস, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রঃশিঃ ফরিদ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দালুর রহমান, ইউপি সদস্য জহুর আলী ও সন্তোষ তাঁতী, টেনু মিয়া মেম্বার ব্যকস সভাপতি এমএ শহিদ, ডাঃ নির্মল দেব নাথ, দারাগাও চা-বাগান সভাপতি প্রেমলাল, আঃ মন্নানসহ আরও অনেকই।
সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার গভীরদের কথা চিন্তা করা ১০টাকা কেজি চাউল বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে অসহায় মানুষজন কম টাকা চাল কিনে তাদের চাহিদা মেটাতে পারবে।