চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক র্যালি বের করা হয়।
হীড বাংলাদেশ ও সীমান্তিক নতুন দিনের যৌথ উদ্যোগে (ইউএসএআইডি এবং এসএমসির সহযোগিতায়) এ র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দাস।
হীড বাংলাদেশের টিম লিডার পিটার বরাইয়ের এ সভা পরিচালনা করেন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ এম আই মামুন, মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেন, রাজিব দত্ত, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ সুরঞ্জন, ডাঃ নজরুল ইসলাম, সীমান্তিক নতুন দিনে পিওএমইএস মোঃ মাহবুবুর রহমান, ডিটিসি সিদ্দিকা খাতুন, অনলাইন পত্রিকা হবিগঞ্জ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এস আর রুবেল মিয়া, ফারিয়ার সভাপতি আঃ রউফ কাজল প্রমুখ।