এম এস জিলানী আখনজী : চুনারুঘাট প্রতিনিধি । চুনারুঘাটের আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের উদ্যোগে অত্র ইউপির কালামন্ডল গ্রামের অসুস্থ আক্কাছ আলীকে চিকৎসারতে আর্তিক অনুদান প্রধানের লক্ষে গতকাল মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় আহম্মদাবাদ হলরুমে এক সাধারন সভার আয়োজন করা হয় । সভার সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, বীর মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ, সাংবাদিক নূরুল আমীন, মিজানুর রহমান মিজান, স্বপন সাই ও উক্ত সংঘের সদস্যবৃন্দ অসুস্থ আক্কাছের হাতে ছয় হাজার (৬০০০)টাকার চেক তুলে দেন । চেক হস্তান্তর পর্বশেষে আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের মহান স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এক জরুরী সভার আয়োজন করে । স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি করা হয় । জরুরী সভায় উপস্থিত ছিলেন মো: আক্তার হোসেন, আজিজুল হক মোহাম্মদ নাসির, মো: নাছির উদ্দিন, আকরাম এমরান, জহিরুল ইসলাম, কবি মহিবুর রহমান জিতু, নাজিম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, টিপু সুলতান, বেলাল আহমেদ, ফারুক হোসেন, ওয়াসিম আকরামসহ সংঘের সকল সদস্যবৃন্দ ।