মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ এককালের জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, প্রশিক্ষক ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান ও তার ভাই সৈয়দ শফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। এদিকে, সৈয়দ অলিউর রহমান ও তার ভাই সৈয়দ শফিকুর রহমানের জামিন মঞ্জুর ও মুক্তি লাভের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাত ও সমবেদনা প্রকাশ করেন।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোঃ আলী হোসেন, হবিগঞ্জের সাবেক তুখোড় ফুটবল খেলোয়াড় ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল কালাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ বিরামচরের বিশিষ্ট মুরুব্বি মোঃ সাবেদ আলী, শায়েস্তাগঞ্জ ওলুকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী শফীক তালুকদার, শায়েস্তাগঞ্জের সাবেক স্টেশন মাষ্টার মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ বিরামচরের বিশিষ্ট মুরুব্বি মনোহর আলী, ফজর আলী প্রমূখ।