চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার খাসপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুস সবুর জানান, ১০ অক্টোবর ভোর পাঁচটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে উপজেলার আমু চা বাগানস্থ খাসপাড়া নামক স্থানে তার নেতৃত্বে অভিযান চালায় চিমটিবিল বিওপির একদল বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বহনকারী পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ ওসি ব্লু ১৯ এবং হোয়াইট ব্লু ৩০ উদ্ধার করেন। যার সিজার মূল্য ৭৩ হাজার পাঁচশত টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকের আইনি প্রক্রিয়া চলছিল।