নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: অপারেশন সার্চ লাইটের নাম দিয়ে ৭১’সালের ২৫ মার্চ রাতে পাকিবাহিনী নৃশংসভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবি,শিক্ষক,ছাত্র ও মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতাকামী লোকজনকে হত্যার কথা দীর্ঘ ৪৪ বছর পর আজও কেউ ভূলতে পারেনি। এই দিনটিকে আন্তজার্তিক গণহত্যা দিবস পালনের জন্য শহীদ জননী জাহানারা ইমামের হাতে গড়া সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আজ সেই দাবী তুলেছে। ফলে এই দাবী বাস্তবায়নে একাত্তরের ঘাতক দালাল দালাল নির্মূল কমিটির ডাকে সারাদেশের ন্যায় বুধবার (২৫) মার্চ রাতে হবিগঞ্জ শহরে এক ‘আলোর মিছিল’ বের করা হয়।
হবিগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা,আমরা মুক্তিযোদ্ধা সন্তান ও মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা-কর্মীদের অংশগ্রহনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তর থেকে শুরু হওয়া এই মিছিলটি মরহুম এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সংশ্লিস্ট নির্মূল কমিটির সেক্রেটারী রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান,সহকারী কমান্ডার এডভোকেট ছালেহ উদ্দিন,জীবন সংকেত নাট্য গোষ্ঠীর সভাপতি অনুরুদ্ধ্র ধর শান্তনু, কবি ও সাহিত্যিক রুমা মোদক,আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর পক্ষে এডভোকেট শামীম, ভাটি বাংলা কল্যান সমিতির সাধারন সম্পাদিকা কনিকা চৌধুরী,সাহিত্যিক অপু চৌধুরী প্রমুখ।
সমাবেশ থেকে বর্তমান সরকার ও জাতিসংঘের প্রতি জুজালো আহবান জানিয়ে বলা হয়,৭১’সালের ওই দিনটিকে আন্তজার্তিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিশ্বের ইতিহাসে স্থান অম্লান করা হউক।