শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আজদু মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার সময় নুরপুর কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপস্থিত ছিলেন কাজী তাজুল ইসলাম ফারুক, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক উপজেলা ভাইষ চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, হাজী মুক্তার হোসেন, ধনু মিয়া তালুকদার, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল,জেলা যুবদল নেতা শ্যামল আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মো: আব্দুল হাই, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা যুবদল নেতা আব্দুল কাইয়ূম ফারুক মেম্বার, হাজী মতিউর রহমান মতিন, নুরপুর ইউনিয়ন যুবদল সভাপতি হাবিবুর রহমান বেনু, মো: আক্তার আলী, শাহজাহান জিতু, প্রমূখ। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। মরহুম আজদু মিয়া নছরপুর গ্রামের আব্দুল মন্নাফ ওরফে মিয়ার বাপের দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মৃত্যকালে তিনি ২ ছেলে ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখেগেছেন।
আজদু মিয়ার ছোট ভাই স্থানীয় ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মৃত্যুর বিষয়টি এ প্রতিনিধিকে জানিয়েছেন। তিনি জানান, তার ভাই দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আজদু মিয়ার শারীরীক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।