বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে দুই দফা সংঘর্ষে উভয়পক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের সিলেট, হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের পশ্চিম আব্দাকামাল ও রামচন্দ্রপুর গ্রামে।
জানা যায়, কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে উপজেলা আব্দাকামাল ও রামচন্দ্রপুর গ্রামের দুই যুবকের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার বিকেল ৫টার দিকে ওই বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত। এতে ওই পরিমাণ লোক আহত হয়।
আহতদের বাহুবল হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতল কম্পাউন্ডে উভয়পক্ষ পূনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে আরো কয়েকজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে। উভয় ঘটনায় গুরুতর আহত হয়েছেন- চামক (৫০), সায়েস্তা মিয়া (২২), সানা মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩০), সিজিল মিয়া (২৩), দিদার মিয়া (২৮), কবির মিয়া (৩০), নছিম উল্লা (৫৫), এলাইছ মিয়া (৪৫), মুশাহিদ মিয়া (৩৫), অনু মিয়া (৫০), ফুলমতি (৪০), ফরিদ মিয়া (৪৫), এনামুল (২০), কনা মিয়া (৩৫), ফজল মিয়া (৫০), রেফুল মিয়া (১৮), রাহী (১২) ও আবিদ আলী (৪০)। এর মধ্যে চমক (৫০) সে সিলেট ও অন্যান্যদের বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।