আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ)ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে মাধবপুর শহিদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউজ্জামান হারুন, জাহেদ খান, রহম আলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, শ্রমিকলীগ সভাপতি চেয়ারম্যান আপন মিয়া, চেয়ারম্যান আরিফুর রহমান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, ফারুক আহম্মেদ পারুল, আশরাফুল ইসলাম টিটু, অপু চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেস, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল সহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলী বলেন, আগামী নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। জননেত্রী শেখ হাসিনা মাধবপুর-চুনারুঘাট বাসীকে নৌকা উপহার দিয়েছেন। তাই নৌকার বিজয় সুনিশ্চিত করে রাজাকার ও যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে।
তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধী চক্র এখনো তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে।