স্টাফ রিপোর্টার : গত ২৫ নভেম্বর সোমবার হবিগঞ্জ জেলার জনপ্রিয় অনলাইন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকায় “বৃদ্ধা মরমচান আর কত বয়স হলে পাবে বয়স্কভাতা” এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নজরে আসে উনি চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবালকে বিষয়টি দেখার জন্য বলেন।
এর প্রেক্ষিতে আজ বুধবার সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল “বৃদ্ধা মরমচানকে অফিসে ডেকে নিয়ে বয়স্কভাতার কথা জিজ্ঞাস করলে মহরম চাঁন জানান বয়স্কভাতা এখন পাই। তখন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ওই বৃদ্ধাকে ১টি কম্বল ও ১০০০ টাকা প্রদান করেন এবং বাড়ির জমি দেয়ার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য,৮৫ বছর বয়সী মরমচান শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।