জাকির হোসেন রুবেল,শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা ১৪ বছর পার করেছে অনেক আগেই এবং A গ্রেডে উন্নীত হয়েছে। কিন্তু অবকাঠামোগতভাবে যোজন যোজন পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত নিজস্ব ভবনের জন্য জমি নির্ধারণ করতে পারেনি। ১৪ বছরে একবারের জন্যও পরিস্কার করা হয়নি ড্রেনগুলো। মানুষের ময়লা ফেলার জায়গা হল রাস্তা।
এদিকে,প্রতিবছর পৌরসভার রাজস্বখাতে আয় বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা।পৌর শহরের রাস্তা-ঘাটের দিকে থাকালেই বুঝা যাবে পৌর নাগরিকরা কতটুকু সুবিধা পাচ্ছেন।শহরের প্রধান সড়কের ডেনেজ ব্যবস্থা খুবই নাজুক। বৃষ্টির দিনে শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়ে। স্থানে স্থানে ময়লা আবর্জনা স্তুপ। নির্ধারিত ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা লেগে আছে।
উল্লেখ্য,শায়েস্তাগঞ্জ শহরে নেই নির্ধারিত রিস্কা-কিংবা ছোট বড় গাড়ীর স্ট্যান্ড।ফলে যত্রতত্র ছোট বড় গাড়ী দাড়ীয়ে থাকছে সৃষ্টি হচ্ছে যানজট।নেই রিস্কার ভাড়ার নিধার্রিত তালিকা।ফলে প্রতিনিয়ত যাত্রীদের সাথে রিস্কা চালকের ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয়।
পৌরবাসী নিয়মিত পৌরকর পরিশোধ করে আসছে কিন্তু সুযোগ-সুবিধা বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।
শায়েস্তাগঞ্জ পৌরবাসী কবে পাবে :
– বাচ্চাদের জন্য খেলার মাঠ
– শিশু পার্ক
– খেলার মাঠ
– পার্ক
– পৌর মার্কেট
– পৌর মসজিদ, মন্দির, গীর্জা
– পৌর মিলনায়তন
– হাটার জন্য ফুটপাত
– উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা
– ময়লা ফেলার নির্দিষ্ট স্থান
– সকল এলাকায় আলো, পানি, বিদ্যুৎ, গ্যাস সুবিধা
– যাত্রী ছাউনি
– নির্দিষ্ট যানবাহন স্ট্যান্ড
তাছাড়াও আরো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক।
আর কত দিন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে শায়েস্তাগঞ্জ পৌরবাসী কে?