চুনারুঘাট থেকে সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রবাসী গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে কেউন্দা গ্রামে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকালে চুরারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্দ্যোগে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কেউন্দা গ্রামের দু’টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে গিয়াস উদ্দিন লন্ডনী প্রধান অতিথি হিসাবে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- আজগর আলী, জিতু মিয়া, সবুজ মিয়া, আব্দুর রউফ, ফজলু মিয়া, সাধু মিয়া, জাহাঙ্গীর মিয়া, সিদ্দিক আলী, আলী হোসেন, জয়নাল আবেদীন, অলিউর রহমান, বাজিত মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য গিয়াস উদ্দিন লন্ডনী বলেন, সাধারণ ও অসহায় মানুষের পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান সামাজিক, সাংস্কতিক ও ধমীর্য় কাজে তার সহযোগীতা অব্যবহত থাকবে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবত প্রবাসে থাকার পর আবার দেশে এসে অসহায় গবীর দুঃখী মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন।