মেহের সাগর সোহাগ ॥ হবিগঞ্জে প্রথমবারের মতো রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় সরকারি বৃন্দাবন কলেজে ‘বিবর্তন বিজ্ঞান চক্র’র আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দেড়শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষা পর্বটির পর হবিগঞ্জের খোয়াই নদী ও জীব বৈচিত্রের উপর দু’টি পৃথক মাল্টিমিডিয়া প্রজেকশন উপস্থাপিত হয়। হবিগঞ্জের খোয়াই নদী ও পুরাতন খোয়াই-এর দখল এবং দূষণ মুক্তি বিষয়ক মাল্টিমিডিয়া প্রজেকশনটি উপস্থাপন করেন ‘খোয়াই রিভার ওয়াটার কিপার’ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। জীব বৈচিত্রের উপর প্রজেকশনটি উপস্থাপন করেন ‘শখের ছবিয়াল’র সমন্বয়কারী ডাঃ এসএস আল আমিন সুমন। এর পরপরই অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি ছিলেন উপাধ্যক্ষ শফিউল আলম চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. লক্ষ্মী কান্ত শ্যাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আল্পনা কর্মকার, সাংবাদিক ও সাহিত্যিক সিদ্দিকী হারুন, ইনাতগঞ্জ কলেজের প্রভাষক গৌর শঙ্কর দাস, রোজেন হাসান, মুর্শিদ আনাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান চক্র’র সংগঠক সারোয়ার পরাগ। রসায়ন অলিম্পিয়াড-এর পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন বিবর্তন বিজ্ঞান চক্র’র সমন্বয়কারী বৃন্দাবন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক তানসেন আমীন। প্রধান অতিথি বিজিত কুমার ভট্টাচার্য্য বক্তব্যে বলেন, এমন একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে হবিগঞ্জের তরুণ সমাজ বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মনস্কতায় আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এমন আয়োজন আরও হওয়া উচিত। ‘খোয়াই রিভার ওয়াটার কিপার’ তোফাজ্জল সোহেল তার বক্তব্যে বলেন, খোয়াই নদী হবিগঞ্জের পরিবেশ ও প্রতিবেশের প্রাণ। একে যে কোন মূল্যে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে হবে। পুরাতন খোয়াই নিয়েও এমন উদ্যোগ নিতে হবে। সখের ছবিয়ালের সমন্বয়কারী ডাঃ এসএস আল আমীন সুমন বলেন, ফটোগ্রাফির মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রাণীদের রক্ষার ব্যাপারে জনমত গড়ে তোলা সম্ভব। তরুণ শিক্ষার্থীরা এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে পারেন।