মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈকান্দি গ্রামে বাল্য বিবাহ অনুষ্টানের খবর পেয়ে সোমবার (৩০ মার্চ) দুপুরে থানা পুলিশ তা ভন্ডুল করে দিয়েছে।
এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপ্রাপ্ত বয়স্ক কন্যার পিতা-মাতাকে ১ হাজার টাকা জরিমানা দন্ডাদেশ প্রদান করেন।
জানাযায়, ওই গ্রামের তজম্মুল মিয়ার শিশু কন্যা চৌশতপুর বারৈকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী মনিরা বেগম (১০)কে একই উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামের পরবেশ আলীর ছেলের সাথে বিবাহের কথা বার্তা হয়।
গ্রামবাসী শুরু থেকেই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিতে বাবা-মাকে বারণ করেন। এতে কান না দিয়ে গতকাল সোমবার বিবাহ অনুষ্টানের আয়োজন করেন কনে পক্ষ। লাল বেনারশি শাড়ি পড়ে কনের সাজগোজ সম্পন্ন। সেরোয়ানী পাগড়ি পড়ে বর কনে বাড়িতে উপস্থিত। প্যান্ডেল ভর্তি বরযাত্রীর বহর।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ একদল পুলিশ নিয়ে অনুষ্টান স্থলে হাজির হয়ে বিয়েতে বাধা দেন। বর দৌড়ে পালিয়ে যায়। শুরু হয় হুরুস্তুল আর হৈ হুল্লা।
খবর দেয়া হয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমানকে। তিনি দ্রুত ছুটে যান ঘটনাস্থলে।
ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে আদালত বসিয়ে কনের বাবা-মা’কে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানার অর্থদন্ডাদেশ রায় প্রদান করেন।
জরিমানার অর্থ প্রদান সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।