সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার জাকজমকভাবে সম্পন্ন হয়েছে।
এই উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, অভিভাবক ও প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রচেষ্টায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার ও বুধবার (৩০-৩১ মার্চ) দুই দিন ব্যাপী শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বিপুল পরিমান ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা, গণ্য-মান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশফাকুল হক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহম্মেদ, শায়েস্তাগঞ্জ কম্পিউটার ইন্সটিটিউটেড এর পরিচালক সৈয়দ কামাল উদ্দিন মানিক, শিক্ষক সেলিম আহম্মেদ, মীর এখলাসুর রহমান, আবেদা খাতুন প্রমুখ।
উক্ত ডিজিটাল মেলায় হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫ টি কক্ষে ১৫ টি স্টল অংশগ্রহণ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং কারিগরি শিক্ষাবোর্ড অন্তর্ভূক্ত শায়েস্তাগঞ্জ কম্পিউটার ইন্সটিটিউট, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসা, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা মৎস্য অফিস, উপজেলা কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
মেলায় একটি মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ী সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নুরে আলম চৌধুরী সুভরাজকে পুরষ্কার দেয়া হয়। এর মধ্যে ডিজিটাল মেলায় ৫ টি স্টলকে সেরা পুরস্কার দেওয়া হয়। অবশেষে সকল অংশগ্রহণকারী ষ্টল সমূহকে শান্তনা পুরস্কারে ভূষিত করা হয়।