চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে কয়েটি খনন যন্ত্র পুড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নষ্ট করে দেয়া হয়েছে বালুর তোলার পাইপ ও সরঞ্জামাদি।
গতকাল সোমবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের মুড়ি ছড়া ও ইছালিয়া ছড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সুজাত ভূইয়ার মালিকানাধীন ৭টি মেশিন পুড়িয়ে দেয়াসহ বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি নষ্ট করা হয়। তবে এ সময় বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ অভিযানে আদালতকে সহযোগিতা করেন ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন ও চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়াসহ একদল পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।