চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের উদ্যোগে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুনারুঘাট বাল্লা রোডস্থ হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের অস্থায়ী কার্যালেয় সংগঠনের সভাপতি মোঃ রহমত আলী তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন। সভায় হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের সভাপতি মোঃ রহমত আলী তালুকদারের নেতৃত্বে ২ শতাধিক সদস্যবৃন্দ চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুছ সালাম তালুকদার, চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাজুল ইসলাম (কাজল), ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মর্তুজ আলী সরদার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: লাল মিয়া, বিশিষ্ট মুরুব্বী পরেশ আলী।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফারুক মিয়া, মোঃ রহম আলী, নূর আলী তালুকদার, মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, ইব্রাহিম লস্কর, আবুল হাসান সুমন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লস্কর, সহ-সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নূরুল, আজাদ আহমেদ সুমন, প্রচার সম্পাদক মাসুক আহমদ, সহ-প্রচার সম্পাদক মোক্তার মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আমির হোসেন আমির, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সামিউল বাছির, কোষাধ্যক্ষ সফিক মিয়া তালুকদার, সদস্য সচিব জলিল সরকার, সদস্য রুবেল মিয়া, তজমুল হোসেন মোল্লা, মোঃ উস্তার আলী, শুভ আহমেদ, আফজাল আহমেদ, এখলাছ মিয়া, আউয়াল মিয়া, রফিকুল ইসলাম, ঠিকাদার তাজুল মিয়া, জুয়েল মিয়া, জাহাঙ্গীর আলম, রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাসুক মিয়া প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাজুল ইসলাম (কাজল), ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মর্তুজ আলী সরদার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: লাল মিয়া, হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফারুক মিয়া। সভায় প্রধান অতিথি চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু তার বক্তেব্যে বলেন, হৃদয়ের বন্ধন একতা যুব সংঘ সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন যাবত সমাজে সেবামূলক কাজ করে আসছে।
সামনে ঈদুল ফিতর উপলক্ষে চুনারুঘাট উপজেলা মোস্তফা শহীদ অডিটোরিয়ামে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলীর উপস্থিতিতে অসহায় দরিদ্র, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করবেন বলে আশ্বাস দেন মেয়র নাজিম উদ্দিন। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বাছির মিয়া। পরে দোয়া ও মিষ্টিমুখের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত হয়।