এ কে এম নুরুজ্জামান তরফদার (স্বপন) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা গ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা এম এ আহাদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ইন্টার কন্টিনেন্টাল (শেরাটন)হোটেলের ডাইরেক্টর ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুর-১ এর শেরমহলের বাসায় মারা যান তিনি।
মরহুমের ভাগিনা এডভোকেট নুরুজ্জামান তরফদার স্বপন জানান, বুধবার বাদ আছর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও জানান, মুক্তিযোদ্ধ এম এ আহাদ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, বৃন্দাবন সরকারী কলেজ থেকে আইএ পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিজ্ঞান বিভাগে স্নাতক এবং আইন ও রাষ্ট বিজ্ঞানে স্নতকোত্তর ডিগ্রি অজন করেণ। তিনি সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য ছিলেন তিনি। অবসর জীবনে সমসাময়িক বিষয়ের উপর বিভিন্ন টেলিভিশনে টক শো, জাতীয় পত্রিকায় কলাম লিখেছেন তিনি। মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযোদ্ধা বিষয়ক ইতিহাস গ্রন্থ ‘কথা ও কলি’ নামক গ্রন্থসহ অসংখ্য বই লিখেছেন।