বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মুত্যু হয়েছে।
স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক একই এলাকার হওয়ায় সে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
উত্তেজিত ছাত্ররা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার পুটিজুরী স্কুলের সামনে।
জানা যায়, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র মীরের পাড়া গ্রামের সাদত উল্লার ছেলে মিজানুর রহমান (১২) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাৎক্ষণিক স্কুলের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এক পর্যায়ে বিক্ষোপ্ত শিক্ষার্থীরা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
বিকেল সাড়ে ৪টা রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্র-ছাত্রীরা।
এদিকে খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের রওয়ানা দিয়েছে বলে জানান ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ।
স্কুলের শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।