নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় খাদে পড়া বাস উদ্ধার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শায়েস্তাগঞ্জের এক ট্রাক্টর চালক। শ্রীমঙ্গল থানার এএসআই এবিএম মোর্শেদ মোল্লা দৈনিক খোয়াইকে জানান, শ্রীমঙ্গলের কামাইছড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গতকাল বুধবার রাত ৮টার দিকে সেটি উদ্ধার করতে যান শায়েস্তাগঞ্জের ট্রাক্টর চালক শাহিন মিয়া ও চুনারুঘাটের করিমপুরের নূরুল ইসলাম। তারা মোটা রশির সাহায্যে ট্রাক্টর দিয়ে খাদে পড়া বাসটি টেনে রাস্তার উপরে উঠানোর চেষ্টাকালে হঠাৎ রশি ছিড়ে যায়।
এতে তারা ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হন। ওই রাস্তায় টহল দেয়ার সময় ঘটনাটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানার এএসআই মোর্শেদ মোল্লা গাড়ি থামিয়ে আহতদের উদ্ধার করেন। এ সময় হবিগঞ্জের মোঃ আজমান মিয়া নামে এক মাইক্রো চালক তার গাড়ি নিয়ে হবিগঞ্জ আসার পথে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছলে মোর্শেদ মোল্লা ওই মাইক্রোতে করে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর শাহিন মিয়া মারা যান। আশঙ্কাজনক অবস্থায় নূরুল ইসলামকে সিলেট প্রেরণ করা হয়েছে।