জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী ৩ দিন ব্যাপী অষ্টাদশ অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করলেন হবিগঞ্জের সু-যোগ্য জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ।
প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় বাহুবল উপজেলার সুনামধন্য নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অাশীর্ষ কর্মকার এর পরিচালনায় উক্ত বইমেলাটি উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, ডিএন আই হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল ছাত্তার ও বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলীসহ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবারের ৩ দিন ব্যাপী অষ্টাদশ অমর একুশে বইমেলা সাজানো হয়েছে মনোরঞ্জন পরিবেশে। মেলায় পাওয়া যাচ্ছে ” নৃত্য নতুন বিভিন্ন লেখককের অাকর্ষণীয় বই ও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবারের বইমেলায় দৃশ্যরূপ রয়েছে চোখে পড়ার মত।