আবুল হাসান ফায়েজ,মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে একুশে বইমেলায় কবি রোকসানা জেসমিন রুনার প্রথম কাব্যগ্রন্থ “সৃষ্টির জয়যাত্রা” মোড়ক উন্মোচন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবীর মুরাদ মহোদয়।
গত মঙ্গলবার বিকালে বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এ বইয়ের মোড়ক উন্মেচন করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ভূইয়া,বাহুবর মডেল থানা অফিসার ইনচার্জ মাসুক মিয়া,উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই,চুনারুঘাট প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরুণ প্রজন্মের কবি বাহুবলের মিরপুর এলাকার পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদের সহধর্মীনি ও দৈনিক কালের কন্ঠ’র মাধবপুর প্রতিনিধি আবুল হাসান ফায়েজ এর বড় বোন।