নাসির উদ্দিন লস্কর(চুনারুঘাট-প্রতিনিধি): চুনারুঘাটে বালুবাহী ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে একজন নিহত।
আজ সকাল ৮টা ৩০ মিনিটের সময় চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ আমতলী সুতাং ব্রিজের পাশে মোটরসাইকেল ও বালুবাহী মরণঘাতী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে কালিশিরি নিবাসী মোঃ আকছির মিয়া(২৫) ঘটনাস্থলে নিহত হয়।
উল্লেখ্য যে এর আগেও একই স্থানে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে আহত হয়ে ঢাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তারা হলেন সিনিয়র সাংবাদিক আলমগীর ভাইর ছোট ভাই সৌকত, চুনারুঘাট বাজারের খাওয়া- দাওয়া হোটেলের মালিক নুরুল ইসলাম সাহেবের ছেলে সুমন ও চুনারুঘাট বাজারের হোটেল ব্যবসাহী মানিক।এলাকা বাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।