সুতাং প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার জাতীয় দলের সাবেক ফুটবলার,নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী,চার গ্রামের প্রেসিডেন্ট ও বাছিরগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির সভাপতি সদ্য প্রয়াত হাজ্বী মুক্তার হোসেনের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় সুতাং বাছিরগঞ্জ বাজারে ব্যবসায়ী কল্যাণ কমিটির উদ্যোগে এ শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাছিরগঞ্জ বাজারে ব্যবসায়ী কল্যাণ কমিটির সিনিয়র সভাপতি মো:ওয়াহিদুর রহমান দুদু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণ করেন-মো:ময়না মিয়া,মো:দিলাল মিয়া,শাহজান জিতু মিয়া,রফিক মিয়া,হিরাজ মিয়া,আব্দুল লতিফ,দিদার হোসেন মানিক,জলফু মিয়া,মোশারফ হোসেন মিন্টু,ফরিদ মিয়া,আকবর হোসেন,এস এইচ টিটু,ফজল মিয়া প্রমুখ।
এছাড়া সভায় বাজারের সকল ব্যবসায়ী ও বাজার কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।