বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া ঘাটুয়া গ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের রফিক মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩০) এর প্রায়ই যৌতুকের জন্য চাপ দিয়ে আসতো রফিক।
শুক্রবার যৌতুকের জন্য নির্যাতন করলে সে কীটনাশক প্রাণ করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ঘটনার পর থেকে স্বামী আত্মগোপন করেছে।