হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের কোর্ট প্রাঙ্গনে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে জমির আলী (৩৭) নামে এক প্রতারক। সে কোর্টে আসা বিচার প্রার্থীদের বিভিন্ন খেলা দেখিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অবশেষে সোমবার বিকালে তাকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত জমির আলী আষেঢ়া-পান্ডাইল গ্রামের মৃত আমীর আলীর ছেলে। সে শহরের মোহনপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমির আলী কোর্ট প্রাঙ্গনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে বিভিন্ন খেলা দেখিয়ে আসছে। সে তার সমঞ্জামের মাধ্যমে মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নাই করে আর পূণরায় স্থাপন করে দেয়।
এভাবে প্রতিদিন সে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষের কাছ থেকে।এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একাধিক মৌখিক অভিযোগ জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।
সোমবার বিকালে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে খেলা দেখানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।