স্কোর: অস্ট্রেলিয়া-৫১৫/৭ ডিক্লে. ও ২৯০.৫ ডিক্লে.
ভারত-৪৪৪ ও ৩১৫(৮৭.১ ওভার)
আগের দিনে ২৯০ রানে পাঁচ উইকেট হারানো অজিরা এদিন আর মাঠে নামেনি। তবে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে নেমে ৫৭ রানে প্রথম দুই উইকেট হারালেও মুরালি বিজয়কে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৮৫ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। আর এক সময় মনে হচ্ছিল ভারতের সামনে জয় সময়ের ব্যাপার।
তবে কোহলি তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেও ৯৯ রানে লিওনের বলে এলবিডব্লিউ হন বিজয়। আর এরপর থেকেই মূলত সফরকারিদের ব্যাটিং শিবিরে ধ্বস নামে।
পরে অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে ভারত নিজেদের শেষ আট উইকেট হারায় মাত্র ৭৩ রানে। কোহলি ১৪১ রান করে লিওনের বলে মিচেল মার্শের ক্যাচে পরিণত হন।
প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া ম্যাচ সেরা লিওন দ্বিতীয় ইনিংসে পান আরো সাত উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।