চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় গ্রামের চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি উসমান গণি কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির খাঁন, বিদ্যালয়ের শিক্ষক ও উপদেষ্টা বাবু নব কুমার সিংহ, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আঃ হাই প্রিন্স ও প্রধান শিক্ষক মোঃ আঃ বাতিন প্রমূখ।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষীকা, ছাত্র-ছাত্রীরা ও অভিবাবক বৃন্দগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল আলম সোহেল। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশকারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।