স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে আসছে নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের নারী সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে নানা পদক্ষেপ নিয়েছেন। সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে তারা।
শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনের প্রতিনিধি হিসেবে নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষাসহ দক্ষ করে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়নে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি এ ক্ষেত্রে সাফল্য অর্জনে আন্তরিক অঙ্গিকার এবং শক্তিশালী নেতৃত্ব থাকতে হবে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির জন্যও ঐক্যবদ্ধভাবে কাজ করতে মহিলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগমের সভাপতিত্বে ও পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দা শরীফা আক্তার কুমকুমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, তাহেরা আক্তার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব এডভোকেট তাসলিমা আক্তার হ্যাপি, যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা চৌধুরী মজু প্রমুখ। অনুষ্ঠান পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।