চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে একতা যুব সংঘের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শিশুকিশোরদের নিয়ে খেলাধূলা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার উত্তর বগাডুবি দীঘির পাড় সংলগ্ন মাঠে সকাল ১০ টা হইতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
একতা যুব সংঘের সভাপতি ও আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে ও একতা যুব সংঘের সহ সভাপতি সমীরণ চন্দ্র শীলের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, আহম্মদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ দুলাল মিয়া ও ৪ নং ওয়ার্ডের মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরী, আহম্মদাবাদ ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সাফিয়া খাতুন, একতা যুব সংঘের আন্তর্জাতিক সম্পাদক জালাল খাঁন ও অর্থ সম্পাদক হোসাইন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও শংকর শীল প্রমুখ।