স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলেয়া জাহির কলেজে নতুন ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় এমপি আবু জাহির শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঠিকভাবে লেখাপড়া করার আহবান জানান।
উদ্বোধকালে আলেয়া-জাহির কলেজের প্রভাষক রামেন্দ্র লাল রায়, প্রভাষক রাজীব দাস গুপ্ত, প্রভাষক রামীম ইমাম, শরীর চর্চা শিক্ষক আব্দুল জলিল রনিসহ স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে ১২ লাখ টাকা ব্যয়ে ২য় তলা ফাউন্ডেশনে ১ম তলার কমন রুম কাম লাইব্রেরীটি নির্মাণ করা করা হয়েছে।