স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে শতাধিক অসহায় দুঃস্থ ও গরীব লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং থানা প্রাঙ্গণে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, ওসি তদন্ত প্রজিত কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তারা।
ওসি তদন্ত প্রদীপ কুমার দাস জানান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে প্রায় শতাধিক নারী পুরুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে কিছুটা হলেও তারা স্বাচ্ছন্দবোধ করে ঈদ পালন করতে পারে। ঈদ সামাগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, দুধ ও সেমাইসহ নগদ টাকা।