চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিমাঞ্চলের কামাল বাহিনী ওরফে কামাইল্লা বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার নিরীহ লোকজন। জানা যায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের জোয়ার মাগুরউন্ডা গ্রামের কামাল মিয়া ওরফে কামাইল্লা এলাকায় একটি বাহিনী গঠন করে গাছ চুরিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে অমানসিক নির্যাতন। গত ৩১ মার্চ ঐ বাহিনীর বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেন চুনারুঘাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আরজু মিয়া লস্কর। এতে কামাল বাহিনী ক্ষীপ্ত হয়ে ঐ দিন গ্রামের মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ব্যবসায়ী আরজু মিয়াসহ তার পরিবারের লোকজন। এসময় কামাল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায় আরজু মিয়ার উপর। হামলায় আরজু মিয়াসহ ৩জন আহত হয়। অন্যন্যা আহতরা হল আলিম পরীক্ষাথী আনাছ মাহমুদ ও জসিম উদ্দিন লস্কর। তাদের গুরুত্বর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। কামাল বাহিনীর লোকজন আরজু মিয়া লস্করের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ ব্যাপারে আরজু মিয়া লস্কর বাদী হয়ে কামাল বাহিনীর প্রধান কামালকে প্রধান আসামী করে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য যে, যৌথ বাহিনীর আমলে কামাইল্লা টিন চুরির মামলার অভিযুক্ত একজন আসামি ।