নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: আগামী ১৩ এপ্রিল জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্টিত হবে।
রবিবার বাছাই সম্পূর্ন হয়েছে। ৪৬ জন প্রার্থীর মধ্যে ১৭ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাকী ২৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপলক্ষ্যে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সভাপতি পদে হাবিবুর রহমান (১), মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোঃ আব্দুল হান্নান চৌধুরী, মোঃ মহিবুর রহমান (১), সালেহ উদ্দিন আহমেদ (১)।
এদের মধ্যে আব্দুল মোছাব্বির মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সহ সভাপতি পদে জসিম (১), মুরলী ধর দাস, সাধারন সম্পাদক পদে নিজামুল হক লস্কও, মুদ্দত আলী, সুবির রায়, যুগ্ম সম্পাদক প্রথম শাখার আবুল ফয়েজ, মোঃ খায়রুল ইসলাম, নুরুল হক, যুগ্ম সম্পাদক ২য় শাখা, জসিম উদ্দিন-২, মোঃ মজিবুর রহমান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মজিদ ও মোঃ এনামুল হক। এছাড়া সিনিয়র ও জুনিয়র সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হবে।
প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেক ভোটারদেরকে আদালতপাড়ায় আদর-আপ্যায়ন করছেন। ১৩ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ করা হবে।