আন্তর্জাতিক ডেস্ক : এক মেয়েকে বাঁচাতে গিয়ে সলিলসমাধি ঘটল গোটা পরিবারের। জলাধারে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় ১৭ বছরের এই তরুণী। আর তাকে বাঁচানোর চেষ্টায় ডুবে মারা গেলেন পরিবারের সাতজন। ঘটনাটি চীনের গুয়াংদং প্রদেশের শান্তুরের।
জানা যায়, প্রথমে তরুণীটি হাত ধুতে গিয়ে বিশাল জলাধারে পড়ে যায়। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে মেয়েটির মা। এরপর একে একে মেয়েটির বাবা, চাচা, ফুফু, চাচিসহ পরিবারের আরো দুজন নেমে পড়ে জলাধারে। গভীর সেই জলাশয় থেকে কিশোরীকে উদ্ধারের চেষ্টায় দিশেহারা হয়ে যায় পুরো পরিবার।
তাৎক্ষণিক তারা ঠিক করেন মানবশৃঙ্খল গড়ে তরুণীকে উদ্ধারের। কিন্তু পরিবারের কারোরই সাঁতার জানা ছিল না। মানবশৃঙ্খল ভেঙে যেতেই একে একে হুড়মুড়িয়ে জলাশয়ে পড়ে যায় পরিবারের সবাই। সলিলসমাধি হয়ে যায় গোটা পরিবারের। পরে পুলিশ এসে মৃতদেহগুলো উদ্ধার করে।
তথ্যসূত্র : ডেইলি মেইল