চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জন্মাষ্টমী উপলক্ষে বাসনো চেক পোস্ট থেকে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার মধ্য বাজার থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবাসয়ী শেখ শামীম আহমেদ (২৫) ঢাকা গাজীপুর জেলার শ্রীপুর থানার হালদাপাড়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুত্র।
চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, জন্মাষ্টমী উপলক্ষে চুনারুঘাট থানার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাসানো হয়। এসময় সন্দেহ জনক ব্যক্তিদের দেহ তল্লাসী করা হয়। দেহ তল্লাসীর এক পর্যায়ে শামীম আহমেদ নামে এক যুবককের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।