নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আলীগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি হবিগঞ্জ শহরে আসছিল। পথে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে এলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. লাল মিয়া (৬৫), রহিমা খাতুন (৪২), সামি মিয়া (১) ও খলিল মিয়া(৩৫) ঘটনাস্থলে নিহত হন।
নিহতদের মধ্যে মো. লাল মিয়া বানিয়াচং উপজেলার দৌলতপুরের ইনতাজ উল্লার ছেলে, রহিমা খাতুন হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখালের ওমর আলীর স্ত্রী, সামি হলো হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগরের আব্দুস শহীদের সন্তান এবং কলিম মিয়া বানিয়াচং উপজেরার রামপুরের আব্দুল মন্নানের ছেলে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।