মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশার ধাক্কায় রনজিত সরকার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিত সরকার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের নয়াবাসী সরকারের ছেলে। তবে এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, রনজিত মোটরসাইকেল নিয়ে নাসিরনগর থেকে মাধবপুর যাচ্ছিলেন। রতনপুর-ছাতিয়াইন সড়কে পৌঁছালে একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।