এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ইয়াকুত আলী, উপজেলা এডুকেশন সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, সাংবাদিক কামরুল হাসান, মামুন চৌধুরী ও অপু দাস প্রমুখ।
এমেলায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ৩৬টি স্টল স্থান পেয়েছে। বৃহস্পতিবার বিকালে শেষ হবে এ মেলা।