সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দুই দিন ব্যাপি ৪১ তম জাতীয় বিজ্ঞান ও পযুক্তি মেলা সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। পরে বিদ্যালয় থেকে বের হয়ে এক বিশাল র্যালী নিয়ে পথ প্রদক্ষিন করে।
এদিকে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপাভাইজার জগদীশ দাশ তালুকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আক্তার।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রধান শিক্ষক নুরুল হক, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ন সাধারণ সম্পাদক অপু দাশ, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, রিপোটার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা আ’লীগ নেতা উসমান আলী মিনু প্রমুখ।
বক্তব্য শেষে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার তোলে দেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।