লস্করপুর থেকে সংবাদদাতা : লস্করপুর সাহেব বাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে নতুন বর্ষ(২০১৫) হতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদের সকল সরকারী ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে র পি এস সি শিক্ষার্থীদের অংশ গ্রহন করার মাধ্যমে মেধা তালিকার শির্ষ স্হানীয় শিক্ষার্থী কে ফাউন্ডেশন এর পক্ষে বৃত্তি প্রদান করার উদ্যোগ গ্রহন করেন সাহেব বাড়ি ফাউন্ডেশন এর মহাসচিব দেওয়ান সৈয়দ সারোয়ার রেজা।
এ ছাড়াও যে সকল ছাত্র ছাত্রী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করবে তাদের সম্মাননা প্রদান করা হবে বলেও তিনি যানান।উনি বলেন গ্রামের এই শিশুদের পিছনে লেখা পড়ায় উৎসাহিত করে জ্ঞান চর্চার মাধ্যমে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কে সামনের দিকে এগিয়ে নিয়ে জাওয়ার ক্ষুদ্রতম প্রচেষ্টা মাএ।এ সময় উপস্তিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সৈয়দ মাহমুদুর রেজা হারুন,অধ্যক্ষ অমলেন্দু কর,সহকারী শিক্ষকা ফাহিমা আক্তার,মালতি কর,মাহবুবা আক্তার প্রমুখ।