হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুরে বিয়ের আসর থেকে রাসেল মিয়া (২০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার বিকেলে ধর্ষণের শিকার ওই মেয়েকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের গরুর বাজার এলাকা থেকে রাসেল মিয়াকে আটক করে মাধবপুর থানা পুলিশ। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। রাসেল মিয়া উপজেলার নোয়াপাড়া এলাকার দুলাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়- একটি কোম্পানীতে চাকরির সুবাধে রাসেল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই এলাকার জনৈক ব্যক্তির মেয়ের (২০)। প্রেমের সুবাদে তারা দু’জনে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সম্পর্কের গভিরতা বাড়লে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয়। এক পর্যায়ে ওই মেয়ে অন্তসত্বা হয়ে পড়লে রাসেল তাকে এড়িয়ে চলতে থাকে।
এদিকে, সম্প্রতি মাধবপুর উপজেলা সদরের গরুর বাজার এলাকার জনৈক ব্যক্তির মেয়ের সাথে রাসেল মিয়ার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিয়ের দিন-তারিখ ধার্য করে উভয় পক্ষের লোকজন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ি বৃহস্পতিবার বিয়ে করতে যায় রাসেল। কোনভাবে এই খবর পৌঁছে যায় তার অন্তসত্বা প্রেমিকার কাছে। তাৎক্ষণিক সে মাধবপুর থানায় হাজির হয়ে রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই মাধবপুর থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালায়। পরে শত শত মানুষের সামন থেকেই সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের অভিযোগকারী ওই মেয়েকে গতকাল বিকেলে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন- ‘মেয়েটি থানায় মামলা দায়েরের পরপরই আমরা অভিযান চালিয়ে তাকে বিয়ের আসর থেকে গ্রেফতার করি। পরে শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।