স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদারসহ ২ সহযোগীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার এসআই জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুলতান মাহমুদপুর এলাকার আইয়ুব আলীর পুত্র জাকির হোসেন ফয়সল (২৮) রিচি গ্রামের মন্নাফ মিয়ার পুত্র জালাল মিয়া ওরফে জনি (২৫), ধল গ্রামের জমির আলীর পুত্র রিপন মিয়া (২০)কে গ্রেফতার করে।
ফয়সলের নিকট থেকে একটি চোরাইকৃত হিরো মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে শহরের মোহনপুর এলাকার প্রদীপ কুমার সরকার বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করে।
গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহর থেকে একটি সংঘবদ্ধ চোরাই চক্র মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। বিষয়টি নিয়ে পুলিশ সাড়াশি অভিযানে নামে। এ অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।