শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৭ মামলার পলাতক আসামি আনোয়ার আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাকে গেপ্তার করা হয়।
থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই কমলা কান্ত মালাকার, এএসআই জসিম উদ্দিন ও বিধান রায়সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি বাহুবলের মির্জাটুলা গ্রামের বাসিন্দা।
ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ারের বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট, শ্রীমঙ্গল ও হবিগঞ্জে ১৭ মামলা রয়েছে। এসব মামলা তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।