নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়াকে ৩নং ও ৯নং ওয়ার্ডবাসী সমর্থন দিয়েছেন।
আগামী ১৮ এপ্রিল এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির কর্তৃক ২০ কিলোমিটার বিদ্যুত লাইন উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ও পৌর নির্বাচন সংক্রান্ত বিষয়ে শুক্রবার বিকেলে ৯নং ওয়ার্ডবাসীকে নিয়ে বিরামচর স্কুল প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছোরাব আলীর সভাপতিত্বে ও আব্দুল কাদির দরবেশের পরিচালনায় উপস্থিত ব্যক্তিবর্গ হাত তুলে আগামী পৌর নির্বাচনে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ ছালেক মিয়াকে স্বতঃস্ফুর্তভাবে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেন।
এতে বক্তৃতা করেন রাহেল মিয়া সরদার, তোরাব আলী, সফর আলী, শফিক মিয়া, আবুল কালাম, আন্নর আলী, স্বপন, আমজদ আলী, দিলু মিয়া, আক্তার, আফসর, রফিক মিয়া, আঃ হামিদ, সৈয়দ মিয়া, সুমন, রমজান, সাবাজ, সেজু, বিল্লাল, শাহ আলম, জয়নাল, হিরন, মছদ্দর, ফারুক প্রমুখ।
এছাড়া সন্ধ্যায় সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও আতিকুর রহমান অপু’র পরিচালনায় ৩নং ওয়ার্ডের মতবিনিময় সভায় বক্তৃতা করেন কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, হাজী শফিক, স্বপন সেন, কাজী আব্দুল কাইয়ূম, সিরাজ মিয়া, আতাব আলী, মন্নান মিয়া প্রমুখ।