করোনা
-এম এ মোত্তালিব
এ কেমন গজব এলো!
ভয়ে থরথর কাঁপে বিশ্ব,
রাজা-প্রজা, ধনী-গরীব
সমানতালে হচ্ছে নিঃস্ব।
পরাজিত পৃথিবীর সকল শক্তি
করোনার কাছে নেই করুণা,
হয়নি আবিষ্কৃত কোন পথ্য
বড় বড় মাথাও ধার ধারেনা।
যাদের ছিল আধিপত্যের বড়াই
ছিল পারমানবিক মহা শক্তি,
তারাও এখন করোনার ব্যাধিতে
নতশিরে করে খোদার ভক্তি।
বাঁচাও বিধি বাঁচাও ধরণী
শোন মানবজাতির আর্তনাত,
তোমার শক্তিতে বাচাঁও মানব
দাও করোনামুক্ত রাঙ্গা প্রভাত।